ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের নামে আরেক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের নামে আরেক মামলা প্রতীকী ছবি

ভোলা: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী বাদী হয়ে ৪৫ পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ইফাত বেগম।

এতে নাম উল্লেখ করে ৪৫ জন ছাড়াও আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ০৮ সেপ্টম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন তাখিল করতে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

ভোলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক বাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে দু’টি এবং পুলিশের পক্ষ থেকে আরও দু’টি মামলা দায়ের করা হয়।

গত ৩১ জুলাই বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে ওইদিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের সদস্য আ. রহিম নিহত হন। ঘটনার তিনদিন পর লাইভ সাপোর্টে থাকা আহত ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।