মেহেরপুর: মেহেরপুরের বড় বাজার এলাকায় মাইকিং করে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে শুকুর আলী নামে এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন বিশুদ্ধ খাদ্য আদালতের কর্মকর্তারা।
বাজারে গরুর মাংস যেখানে সাড়ে ৬০০ টাকা কেজি।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে আটক ব্যবসায়ীকে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর আদালতে নিলে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন তিনি। তার নামে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
দণ্ডিত শুকুর আলী মেহেরপুর শহরের চক্র পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, বড় বাজারে শুকুর আলী নামে ওই মাংস ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করছেন জানতে পেরে বিশুদ্ধ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ৫ কেজি পচা মাংসসহ শুকুর আলীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরএ