ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

এলাকায় এলাকায় ঢুকে কাজ করব: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এলাকায় এলাকায় ঢুকে কাজ করব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: উন্নয়নের ধারাবাহিকতায় এলাকাগুলোয় ঢুকে কাজ করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

সোমবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙালি ভোজ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমরা কিছুদিনের মধ্যেই এলাকায় এলাকায় ঢুকে কাজ করব। উন্নয়নমূলক কাজ ও সমাজের জন্য কাজ করতে চাই। যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন। আপনারা দোয়া করবেন, যেন সে কাজগুলো করতে পারি।

তিনি আরও বলেন, আমি দোয়া করি যারা এ অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আপনারা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।