ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উপজেলার রোহিতপুর বাজারের কাছে রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে কাজ করার সময় ঘটে এ দুর্ঘটনা।

নিহত আবুল কাশেম একই ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আবুল কাশেম আয়নাল কনস্ট্রাকশনের অধীনে রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বিল্ডিংয়ে কাজ করছিল। কাজের শেষ পর্যায়ে একটি রড সোজা করতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেখানে কাজের ক্ষেত্রে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তারা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন আর রশিদ জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই ফিরিয়ে নিতে আবেদন করেছেন। আমরা বিষয়টি ভেবে দেখছি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।