ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম জাকির শেখ (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ আগস্ট) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাকির ওই এলাকার আব্দুল জব্বার শেখের ছেলে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজ বাড়িতে টিনশেডের গোয়াল ঘর পরিষ্কার করছিলেন জাকির। কিন্তু এর আগে থেকেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে থাকে। এক পর্যায়ে টিনের চাল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তার ছেলে মাহিম শেখ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।