ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাকের ধাক্কায় ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
ট্রাকের ধাক্কায় ২ বাইকার নিহত প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায়  বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (২২ আগস্ট) সোমবার বেলা ১২টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে দু’জন দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই করে আনছিল।  

এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি জব্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।