ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেনবাগে ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
সেনবাগে ট্রাকচাপায় যুবক নিহত প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের চাপায় সুজন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন উপজেলার কেশারপাড় গ্রামের দলিলুর রহমানের ছেলে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১২টার দিকে ডুমুরুয়া ইউনিয়নের মতইন মগ বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী সুজন। এসময় সেনবাগ থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।