ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

গণভবনে সব বাতি জ্বালাই না: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
গণভবনে সব বাতি জ্বালাই না: প্রধানমন্ত্রী

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে গণভবনের সব বাতি জ্বালানো হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে স্পিকার ড. শিরিন শারমিনের সভাপতিত্বে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই গণভবনে আমরা কিন্তু সব বাতি জ্বালাই না। আমরা সেখানে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা সাশ্রয় করি। ’

তিনি বলেন, ‘এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেয়ে এখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনেক কাজও আমরা করি। কাজেই সেভাবেই কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। ’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের মানুষের কল্যাণটাই আমাদের কাছে সব থেকে বড়। মানুষের কষ্ট হলে সেটা অন্তত আমার মনে ব্যথা লাগে। ’

সকলের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতা চাই। খালি কতগুলো অসত্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটাই আমার কথা। ’

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমইউএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।