ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বটতলা কালুনগর বালুর মাঠ এলাকার বেশ কয়েকটি টিনসেট ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

বুধবার (৩১ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সোয়া ছয়টায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও আগুন নিয়ন্ত্রণের খবর পাওয়া যায়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  এখন পর্যন্ত কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।   

এদিকে ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, বটতলা কালুনগর বালুর মাঠ এলাকায় টিনশেড ঘরগুলোতে আগুন লাগে। এখানে প্রায় ২০ থেকে ২৫টি টিনশেড ঘর রয়েছে। সবগুলো ঘরেই আগুন ছড়িয়ে পড়েছিল।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২, আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।