ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্প।

আটকরা হলেন- জেলার নারায়ণগঞ্জ পৌরসভার ১৮ নম্বর তল্লারোড/গঞ্জেআলী শাহা রোড এলাকায় বসবাসকারী মো. নূর আলমের ছেলে মো. আকাশ (৩১) ও একই জেলার ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের পাচকাহনি এলাকার মৃত লালতাজের ছেলে মো. সাগর (৩৫)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের জাটাসিরা এলাকা থেকে আকাশ ও সাগরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।