ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবূধর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবূধর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামে এক গৃহবধূর মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমকি ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিদ‌্যুতের লোকাল লাইনের একটি তার ছিড়ে পড়েছিল। সেখানে চলাচল করার সময় সেই তারে জড়িয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঝুমকিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডা. ধিমান রায় বাংলানিউজকে বলেন, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।