ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে পুকুর লিজ নিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সারপাড়া এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।  
 
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার বলেন, দুটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। তবে উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা সাজা দেওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।