ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
বাজিতপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকা থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প এ তথ্য জানায়।

 

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর পূর্বপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে নুরু (৩২) ও একই উপজেলার দৌলতপুর উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. শাহ পরান (৩৫)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বাজিতপুরের হিলচিয়া বাজার এলাকা নুরু ও পরানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট, ২২৭ টাকা ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দু’জন দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।