ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বাড়ছে গরুর লাম্পি স্কিন রোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
কিশোরগঞ্জে বাড়ছে গরুর লাম্পি স্কিন রোগ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে দিন দিন বেড়েই চলেছে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসজনিত এই রোগে হাজার হাজার গরু আক্রান্ত হয়েছে।

তবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র বলছে গোটা উপজেলায় আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক।  

গরু খামারি ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই রোগে আক্রান্ত হওয়ার আগে হঠাৎ করে গরুর গা গরম হয়ে যায়। শরীর জুড়ে ছোট ছোট মাংস পিন্ডের ন্যায় ফুলে অনেকটা আঁচিলের মত হয়ে যায়। শেষের দিকে চামড়া উঠে গিয়ে ক্ষত হয়। এতে ক্ষতির আশঙ্কা করছেন খামারি ও প্রান্তিক পর্যায়ের গরুর মালিকরা। তবে বর্তমানে রোগটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান।

জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী বলেন, এটি ভাইরাসজনিত রোগ। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এই রোগে গরু মারা যাবে না। তবে যথাযথ চিকিৎসা নিতে হবে এজন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং উপজেলা পর্যায়ে উঠান বৈঠক করা হচ্ছে।  তিনি বলেন, লাম্পি রোগ হলে গরুর এন্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।