ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

পটুয়াখালী: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশর সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। জেলার কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাতাসের বেগ ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান তিনি।

এছাড়াও জেলার উপকীলীয় এলাকার সব মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।  

এদিকে গতকাল বিকেল থেকেই মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার  লঘুচাপের কারণে ফিরে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

মহিপুর আলিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আমরা গতকাল বিকেলে লঘুচাপের খবর পেয়েছি। হঠাৎ করে তিন নম্বর সংকেত জারি হওয়ায় জেলেরা ফিরতে শুরু করেছে। পটুয়াখালীর মহিপুরে আশপাশের এলাকার ট্রলার আশ্রয় নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।