ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

চারাঘাটে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান-গুলিসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
চারাঘাটে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান-গুলিসহ যুবক আটক

রাজশাহী: বিদেশি পিস্তলসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার  (১৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম- আবুজ্জোহা বাবু (৩৮)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার নতুন হাবাসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন অবৈধ অস্ত্র কারবারি যাত্রীবেশে একটি ব্যাটারিচালিত ভ্যানে চারঘাট লিলিহল থেকে চারঘাট বাজারের দিকে আসছে। সেই সংবাদের ভিত্তিতে তারা চারঘাটের মিয়াপুর গ্রামের পাকা রাস্তায় চেকপোস্ট বসায়।

কিছুক্ষণ পর একটি ব্যাটারিচালিত ভ্যান সেখানে পৌঁছালে থামানোর সংকেত দেওয়া হয়। তখন ভ্যান থেকে নেমে দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা ১টি কাটুন নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাবুকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার নামে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।