ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
পাথরঘাটায় রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি-গুদিঘাটা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে ওই এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।  

পাথরঘাটা থানার উপ-পরিদরশক (এসআই) শহিদুল হাওলাদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে এ এলাকায় ভবঘুরে হিসেবে চলাফেরা করতে দেখা গেছে। কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজ্ঞাতনামা মরদেহের সৎকারের ব্যবস্থা নেওয়া এবং রাযহানপুর ইউপি চেয়ারম্যান আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করবে মর্মে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।