ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সাফ জয়ী নারী ফুটবল টিমের সব খেলোয়াড়কে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি যেসব খেলোয়াড়দের ঘরের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ঘর উপহার দেবেন। অন্য খেলোয়াড়দের ঘরের কি অবস্থা তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টিমের গোলরক্ষক রূপনা চাকমাকে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অনিন্দ্য সুন্দর ফুটবল খেলে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিনের বিরতি। অবশেষে মেয়েদের হাত ধরে এলো সাফের শিরোপা।

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। পুরো আসরে বাংলাদেশ গোল হজম করল মাত্র একটি।  

অন্যদিকে ফাইনালের আগ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল নেপালও।

দেশের নারী ফুটবল এক নতুন জাগরণের সুর উঠেছে। এ সুরেই একদিন বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।