ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু সড়কে বাস-ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে আহত ৪৫  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বঙ্গবন্ধু সেতু সড়কে বাস-ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে আহত ৪৫   ফাইল ফটো

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় পরপর তিনটি বাস, একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে কমপক্ষে ৪৫জন যাত্রী আহত হয়েছেন।  

এদের মধ্যে সিএনজি চালিত অটোরিক্সার দুই নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জহরুল বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটানস্থলে পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী রাজদূত পরিবহন, এসআই এন্টারপ্রাইজ ও নওগা ট্রাভেলস ধাক্কা দেয়। এতে তিনটি বাস ও সিএনজি চালিত অটোরিক্সার চালক ও যাত্রীসহ কমপক্ষে ৪৫জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যান্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরানোর কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।