ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশ জনগণের শত্রু নয়, প্রকৃত বন্ধু: এসপি প্রলয়

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
পুলিশ জনগণের শত্রু নয়, প্রকৃত বন্ধু: এসপি প্রলয়

বেনাপোল (শার্শা, যশোর): যশোর জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, পুলিশ জনগণের শত্রু নয়, প্রকৃত বন্ধু।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর)  দুপুরে বেনাপোল পোর্ট থানার সামনে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

শার্শা ও বেনাপোল থানা পুলিশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন।

এসময় এসপি প্রলয় কুমার জোয়ারদার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও চোরাচালানের  সঙ্গে কোনো আপোষ নয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছে, এবং  সব সময়  জনগণের সেবক হয় কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, শার্শা উপজেলা চেয়ারম্যান  সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বেনাপোলের  সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।