ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মতলবে তিন খাবার হোটেলকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
মতলবে তিন খাবার হোটেলকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় তিনটি খাবার হোটেলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় খাজানা রেষ্টুরেন্টকে পাঁচ হাজার, প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সাত হাজার এবং একই অপরাধের দায়ে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. খোরশেদ আলম এবং মতলব থানা পুলিশের সদস্যরা। সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ