ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরা-পূর্ব থানা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতার আসামিরা হলেন- মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির।

এ সময় তাদের হেফাজত থেকে ২টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৬ টার দিকে ডিএমপির উত্তরা-পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মধুসূদন দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ/নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন। এরপর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরি পরবর্তীতে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিলেন।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসজেএ/ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।