ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অক্টোবরের প্রথম সপ্তাহে সড়কে ৩২২ দুর্ঘটনা, ঝরেছে ৬৩ প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
অক্টোবরের প্রথম সপ্তাহে সড়কে ৩২২ দুর্ঘটনা, ঝরেছে ৬৩ প্রাণ -ফাইল ছবি

ঢাকা:  গত ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ৩২২ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৪৪ জন।

শুক্রবার (৭ অক্টোবর) দুর্ঘটনারোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনারোধে বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়েছ সংগঠনটি।

একই সঙ্গে দুর্ঘটনা রোধে দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন জরুরি ভিত্তিতে বাস্তবায়নেরও দাবি জানিয়েছে তারা।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বাংলানিউজকে বলেন, শুধু ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি দুর্ঘটনা ঘটেছে কেবলমাত্র বেপরোয়া বাহন চালানোর কারণে। সেই সঙ্গে ছিল ফিটনেসবিহীন বাহন। এভাবে বাংলাদেশে সড়কপথকে মৃত্যুপথ করার নেপথ্য নায়দের ‘না’ বলতে হবে।

বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করার দাবি জানিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে সেজন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করুন। চালকের লাইসেন্স আছে কি না তদারকি করতে শ্রমিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে পদক্ষেপ নিন।

বাংলাদেশ সময়: ১৭০৭, অক্টোবর ৭, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।