ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে পলিথিনের ২২ মণ শপিং ব্যাগ জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
কিশোরগঞ্জে পলিথিনের ২২ মণ শপিং ব্যাগ জব্দ, জরিমানা

কিশোরগঞ্জ: পরিবেশ ধ্বংসকারী নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রি করার দায়ে কিশোরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৮৮২ কেজি (২২ মণ) পলিথিনের ব্যাগ জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শহরের বড় বাজারেব গাজী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই মার্কেটে অভিযান চালিয়ে মা-বাবা এন্টারপ্রাইজ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের মজুদ ৮৮২ কেজি শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।