ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু 

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার আশরাফুল উলুম সুতারপুর মাদরাসার দুই ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

 
তারা হলেন- মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে আব্দুল্লাহ (২০) ও নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু সাইদ (২১)।
 
মাদরাসার শিক্ষক মুফতি জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এদিকে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে দুজনই ডুবে যায়।
 
তিনি মাদরাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানান, মাদরাসার ছাত্ররা বেশিরভাগ সময় বসে থাকে। ফলে মেরুদণ্ডে ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে গেলে সাঁতার কাটার পরামর্শ দেন। সে কারণে হয়তো সাঁতার কাটতে গিয়েছিলো তারা।  

এদিকে স্থানীয় মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর ছাত্র গণণা করা হয়। এসময় দুজন কম পাওয়া গেলে খোঁজ হয় মাদরাসায়। এসময় বিভিন্ন দিক খোঁজাখুঁজি করে দেখেন তারা দুজন পানিতে ভেসে রয়েছে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।