ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডেমরায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত কয়েকজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
ডেমরায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত কয়েকজন

ঢাকা: রাজধানীর ডেমরা বামইল ব্রিজের বিপরীত দিকের সড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ লেগুনার ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সায়মুম হাসান জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার রোডের বামৈল ব্রিজের অপজিটের সড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬-৭ জন আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া আহত তিন জন হলেন-কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫), প্রবাসী শরিফুল ইসলাম (৪২) ও থাইগ্লাস ব্যবসায়ী মো. সুমন (২৫)।

আহতরা জানান, তারা স্টাফ কোয়ার্টার থেকে লেগুনাযোগে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক রংসাইড দিয়ে আসছিল, এ সময় লেগুনার সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা ৬-৭ জন যাত্রী ও চালক আহত হন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।