ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেঘনায় মা ইলিশ ধরার সময় ২০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
মেঘনায় মা ইলিশ ধরার সময় ২০ জেলে আটক আটকরা

চাঁদপুর: পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর নৌ থানায় আটক জেলেদের নামে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন-রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দুকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ সৈয়াল (২৫)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২০ জেলেকে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এবং বাকি ৮জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।