ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

গলায় বাঁশ ঢুকে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
গলায় বাঁশ ঢুকে স্কুলছাত্রের মৃত্যু সিয়াম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে সিয়াম (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সিয়াম রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান শরাফতের ছেলে। সে উচাখিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানায়, সিয়াম নিজ বাড়ি হয়ে মোটরসাইকেলে করে উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল। পথে লাটিয়ামারি বাজারে বাঁশ ভর্তি একটি টমটম থেকে বাঁশ নামানো হচ্ছিল। এ সময় একটি বাঁশের শেষ অংশ সিয়ামের গলায় ঢুকে যায়।  

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি, তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।