ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সেনাবাহিনীর সিগন্যাল কোরের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
সেনাবাহিনীর সিগন্যাল কোরের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ঢাকা: সেনাবাহিনীর সিগন্যাল কোরের রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হয়েছে।

এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে রিক্রুটরা দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন।

বুধবার (১২ অক্টোবর) সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (আর্মি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট মো. শাহরিয়া তালুকদারকে প্রধান অতিথি ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।