ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

এসএসসি পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না ফারজানার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসএসসি পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না ফারজানার

নাটোর: নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা খাতুন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বাংলানিউজকে জানান, বুধবার বিকেল ৫টার সময় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে ফারজানা অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।