ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চারদিন পর খাল থেকে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
চারদিন পর খাল থেকে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় নিখোঁজ হওয়ার চারদিন পর সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত শাকিল আহম্মেদ নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকায় খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। এছাড়া আটক শাকিল জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চারদিন আগে কৃষক সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়রি করেন। বুধবার (১২ অক্টোবর) রাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল হত্যার দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।