ঢাকা: রাজধানীর শুক্রাবাদ এলাকায় বাসায় ডেকে এক বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শেরে-বাংলা নগর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। এই মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে ওই বিউটিশিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক তরুণী ওই বিউটিশিয়ানকে ফোন করে কাজ করাবেন বলে ধানমন্ডি ২৮ নম্বরে আসতে বলেন। সে অনুযায়ী ওই বিউটিশিয়ান ধানমন্ডি ২৮ নম্বরে যান। সেখান থেকে ওই তরুণী তাকে শুক্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান। ওই বাসায় থাকা কয়েকজন পুরুষ ভিকটিমকে মারধর করেন। পরে তারা মিলে ধর্ষণ করেন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এজেডএস/এএটি