নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের একটি হোটেল থেকে জসিম (১৮) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন এই যুবক।
বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম (১৮) হবিগঞ্জ জেলার লাগাই থানার বড় বাড়ি এলাকার মৃত মো. তাউজ মিয়ার ছেলে।
হোটেল মালিক মোবারক হোসেন বাদল জানান, গত দুইমাস যাবত আমাদের হোটেলে জসিম কাজ করছিলেন।
জসিমের বড় ভাই মো. মাসুম জানান, বাড়ির থেকে ছুটি কাটিয়ে দুই দিন আগে সে কাজে যোগ দেয়।
সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে তারা এক সাথে ঘুমাতে যায়। সকালে তারা জসিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জসিমের সহকর্মী দেলোয়ার জানান, ইশারা নামে কিশোরগঞ্জের অষ্টগ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কে ছিল। সে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ইআর