ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ফল বিক্রেতাকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
কক্সবাজারে ফল বিক্রেতাকে গলাকেটে হত্যা প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজার শহরের মোহাজাহের পাড়া সংলগ্ন টাংকি পাহাড় এলাকায় মো. ওসমান (৩৪) নামের এক যুবকের গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।  

নিহত মো. ওসমান মোহাজেরপাড়ার মৃত নূর আহাম্মদ ছেলে। তিনি কক্সবাজার হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

পরিবারের সদস্যরা জানান, মো. ওসমান তার নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বন্ধুরা মিলে তার বাড়িতে আড্ডা দিতেন। বুধবার (১২ অক্টোবর) রাতেও কয়েকজন বন্ধুর সঙ্গে গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা ও ও লুডু খেলেছেন।
সকালে তার এক ভাগনি ঘরের লাইট বন্ধ করার জন্য বাড়িতে ঢুকলে একটি কক্ষে মো. ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পায়।  

ওসি রফিকুল ইসলাম বলেন, গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হত্যাকারী। এই ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩,২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।