ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পারভীনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১২ অক্টোবর) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার পারভীন দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর রামপুরা থানায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক জীবন-যাপন করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।