ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মাইক্রোবাস উদ্ধারসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪২) ও মো. আবুল কালাম (৪৭)।
বুধবার (১২ অক্টোবর) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি মাইক্রোবাস, ১টি মোবাইলফোন, ২টি সীমকার্ড, ২টি এনআইডি কার্ড, ১টি ভিসাকার্ড, ১টি মানিব্যাগ এবং নগদ ৩ হাজার ৮৯৪ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে গাড়ির মালিকদের কাছ থেকে ভাড়ায় চালানোর চুক্তি করে গাড়ি নিতেন। এর কিছুদিন পর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন তারা।
এ সময়ে চক্রের সদস্যরা মালিকের স্বাক্ষর জাল করে কম দামে গাড়ি অন্যত্র বিক্রি করে দিতো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
পিএম/এসএ