ঢাকা: রাজধানীর উত্তর যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার একটি ছয় তলা বাড়ির চতুর্থ তলা থেকে সোমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান।
তিনি বলেন, সোমা ও তার স্বামী মনিরুজ্জামান ওই ভবনের চার তলায় ভাড়া থাকেতেন। তাদের দু’জনেরই আগে একবার বিয়ে হয়েছিল। সে সম্পর্ক টেকেনি। পরে তারা একে অন্যের প্রেমে পড়েন এবং তিন বছর আগে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোড হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এজেডএস/জেডএ