ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
গাজীপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, মাওনা ফ্লাইওভার দিয়ে বেকারি পণ্য সরবরাহ করা ভ্যান চালিয়ে ওই চালক গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।