জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোনছর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের দেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মোনছর উপজেলার পার্থশী ইউনিয়নের ছোট দেলিপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, মোনছর আলী কৃষি কাজ করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
জেডএ