গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দেলোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার বাড়ি মুকসুদপুর উপজেলার খৈরান গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর রহমান জানান, সকালে দেলোয়ারা হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী কোনো গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসআই