ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ইসলামপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

জামালপুর: জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের পূর্ববামনা গ্রামের চাঁন মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও একই ইউনিয়নের ছানোয়ার হোসেনে ছেলে জিতু মিয়া (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পূর্ব বামনা এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন মজনু। বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
অন্যদিকে, একই সময় বাড়ির পাশে নদীর পাড়ে ঘুরতে যায় জিতু। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়ারা তাকে উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।