ঢাকা: ঢাকার মিরপুর দারুস সালামের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে পড়ে রুবেল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকার হরিরামপুর বড় মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।
মঈনের সহকর্মী মো. লিটন মিয়া জানান, তারা হরিরামপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। মঈন সেখানে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সকাল থেকে ভবনের দশ তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন তিনি। কাজের ফাঁকে ছাদের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন মঈন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
মঈনের বাবা মোসলেহ উদ্দিন বলেন, আমাদের বাড়ি ভোলা সদর উপজেলার চড়নাবাদ গ্রামে। বর্তমানে গাবতলীর হরিরামপুর এলাকায় থাকি। বিকেলে দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মঈনকে আহত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এজেডএস/জেডএ