ঢাকা: রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
আটকরা হলেন- বিল্লাল হোসেন, রাজু আহমেদ রাজু ও মোসা. সালমা আক্তার।
বুধবার (১২ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকার মেহেদি হাসানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এসময় সাদা প্রাইভেটকারটি আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর সঙ্গে সঙ্গে সাদা প্রাইভেটকারটি রেখে পালানোর সময় বিল্লাল, রাজু ও সালমাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৩ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আসামিরা রাজধানীসহ আশপাশ এলাকায় মাদক বিক্রয় করতো। আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমএমআই/এসএ