চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরার দায়ে পাঁচ জেলেকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর আগে জেলা টাস্কফোর্স বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর রাজরাজেশ্বর, কাচিঘাটা, আমিরাবাদ, মিনি কক্সবাজারসহ বিভিন্ন জলভাগে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে ইলিশ শিকারি পাঁচজন জেলে, প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
গ্রেফতার জেলেদের দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ জেলা সদরের খন্দকার ফিস প্রসেসিং অ্যান্ড আইস প্লান্ট কমপ্লেক্সের জিম্মায় দেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২৮ অক্টোবর শেষ হওয়ার পরে জব্দ সমস্ত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআরএস