ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
কেরানীগঞ্জে ৩ টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দ 

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে খুলনা থেকে ঢাকাগামী ৫টি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৩ টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর কেরানীগঞ্জ ও কোস্টগার্ড পাগলা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন ঢাকা মাওয়া রোডের হাসনাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা জানান, মানবদেহের জন্য ক্ষতিকর এ জেলি অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে, এগুলো খেলে মানবদেহে ক্যানসারসহ মরণঘাতী রোগ হতে পারে।  

পরে জেলি মিশ্রিত চিংড়িগুলো মাটিতে গর্ত করে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক তদারকি করেন কোস্টগার্ড পাগলার স্টেশন কমাণ্ডার ল্যাফটেন্যান্ট শামস আরেফীন নির্ণয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।