নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে দুই কেজি গাঁজাসহ মো. রাসেল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার গালিমপুর ইউনিয়নের চাঁনহাটি এলাকায় রাসেলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার দিনগত রাতে গালিমপুর চাঁনহাটিতে রাসেলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে সময় ঘরে তল্লাশি করে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। রাসেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালাতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআরএস