ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রুনাই সুলতানের ঢাকা সফর উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ব্রুনাই সুলতানের ঢাকা সফর উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র

ঢাকা: ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ শনিবার (১৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

শনিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ব্রুনাইয়ের সুলতান। তাকে সেখানে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

এটিই সুলতানের প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে বাংলাদেশে ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়েরও প্রথম সফর।  

এ সফরে তিনটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।  

পড়ুন:
ব্রুনাই সুলতানের ঢাকা সফর উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র

আরও পড়ুন: শনিবার তিন দিনের সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।