কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির অদূরে একটি পুকুরে নিহতদের দাদি কাপড় ধুতে যান। এ সময় শিশুরাও তাদের দাদির সঙ্গে সেখানে যায়। এক পর্যায়ে দাদি কাপড় ধোঁয়ার পর বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে এসে ওই শিশুদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, অক্টোবর ১৪,২০২২
এসবি/ইআর