ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের  মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)।   

স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির অদূরে একটি পুকুরে নিহতদের দাদি কাপড় ধুতে যান। এ সময় শিশুরাও তাদের দাদির সঙ্গে সেখানে যায়। এক পর্যায়ে দাদি কাপড় ধোঁয়ার পর বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে এসে ওই শিশুদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু  করেন।  এক পর্যায়ে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, অক্টোবর ১৪,২০২২
এসবি/ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।