ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে মো. আতাউল্লাহ নামে এক পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তিনি দুই বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
শুক্রবার (১৩ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি মোবাইলফোন এবং ১টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার আসামি দুই বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসজেএ/এমএমজেড