ঢাকা: তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে মাদক বিরোধী কর্মসূচি পথসভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, মাদক সমাজের একটি ব্যাধি। যুবসমাজ এই মাদকের কারণেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই তাদের সচেতন করার জন্যই ভিন্নধর্মী এ আয়োজন করা হয়।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষরাই যখন সমাজকে আলোকিত করার জন্যই পথসভার মাধ্যমে ভিন্নধর্মী মাদক বিরোধী কর্মসূচি পালন করে, তখন সমাজ পরিবর্তনে সমাজের মূল স্রোতের মানুষগুলো তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে।
স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অনেককেই রাস্তায় হেঁটে যাওয়ার সময় ধূমপান করতে দেখা যায়। সমাজের এসব ব্যক্তি নিজেরা সচেতন হবে এবং অন্যকে সচেতন করবে এমনটাই প্রত্যাশা তার।
প্রকাশ্যে ধূমপান করা নিয়ে সরকারের যেসব আইন রয়েছে সে আইনগুলো প্রয়োগের মাধ্যমে এসব ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয় পথসভা থেকে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
পিএম/এসএ